ফেসবুকে প্রেম - ভালোবাসার গল্প Facebook Prem

প্রেমের গল্প, ভালোবাসার গল্প কাহিনী, Valobasar Golpo, Love Story Bangla




গল্পঃ ফেসবুক প্রেম কাহিনী

লেখকঃ কুমার কনক


সময়টি ছিল ২০১৫ সালের যখন ফেসবুকে প্রথম একাউন্ট তৈরি করেছিলাম।তখন ফেসবুক সম্পর্কে তেমন একটা জানতাম না।মাঝে মাঝে এলাকার ভাইদের কাছে যাইতাম ফেসবুক চালানো শিখার জন্য।এভাবেই আমার ইন্টারনেট জগতে প্রবেশ।


নতুন ফেসবুক একাউন্ট তৈরি করার পর প্রায় অনেকের সাথে বন্ধুত্ব হয়েছিল।সবার সাথে চেটিং আড্ডা দিয়ে সময় ভালোই যাচ্ছিলো।এভাবে ৩টা বছর পার হয়ে যায় সবার সাথে গল্প আড্ডার মাধ্যমে।


৩ বছর পর সময়টি ছিল ২০১৮ সালের ফেসবুকে Add Friend নামে একটা অপশন আছে সেখানে থেকে নতুন বন্ধু করার জন্য অনেক জনকে Friend Request পাঠিয়ে দেয়। তার মাঝে আজকের গল্পের নায়িকাও ছিল।তার আগে আমার পরিচয় দিয়ে নেই আমি শান্ত  মা বাবার এক মাত্র ছেলে।এক মাত্র বলতে ভুল হবে কারণ আমার বড় দিদি আছে।আর গল্পের নায়িকার নাম অনুরাধা ।অনুরাধা বাবা মার আদরের ছোট মেয়ে।


২০১৮ সালের নভেম্বর মাসে অনুরাধা আমার Friend Request Confirm করে। তার কিছু দিন পর অনুরাধাকে আমি প্রথম SMS দেয়।


আমিঃ হাই কেমন আছেন?


অনুরাধাঃ ভালো আপনি কেমন আছেন?


আমিঃ আমিও ভালো আছি...! কি করছেন?


অনুরাধাঃ কিছু না...


এভাবেই অনুরাধার সাথে কথা বলা শুরু হয় আমার।তারপর কিছুদিন পর আবার অনুরাধাকে মেসেজ দিলাম।


আমিঃ কেমন আছেন?


অনুরাধাঃ ভালো আপনি?


আমিঃ ভালো...! কি করছেন?


অনুরাধাঃ কিছু না আপনি?


আমিঃ বসে আছি? আপনার বাড়ি কোথায়?


অনুরাধাঃ আমার বাড়ি বগুড়াতে... আপনার?


আমিঃ আমিও বগুড়াতে থাকি।


অনুরাধাঃ ভালো তো।


আমিঃ হুম....কিসে পড়াশোনা করেন আপনি?


অনুরাধাঃ New 10.. আপনি?


আমিঃ আমি ও new 10 পড়াশোনা করি...আপনার বাড়িতে কে কে আছেন?


অনুরাধাঃ মা বাবা ভাই বোন সবাই...আপনার?


আমিঃ মা বাবা বড় দিদি আর আমি....আচ্ছা আপনার কি BF আছে?


অনুরাধাঃ না...আপনার GF নাই?


আমিঃ না....আচ্ছা বাই আবার পরে কথা হবে।


অনুরাধাঃ ওকে বাই।।।


এভাবে অনুরাধার সাথে কথা বলতে থাকি একটা সময় অনুরাধার সাথে ভালো বন্ধুত্ব হয়ে যায়।অনুরাধার কথা গুলো আমার খুব ভালো লাগতো এবং আস্তে আস্তে অনুরাধাকে আমার ভালো লাগতে শুরু করে।কিন্তু অনুরাধাকে বলতে পারছিলাম না আমার মনের কথা।অনুরাধার সাথে আমার বন্ধুত্ব দেড় বছর হয়ে যায় কিন্তু অনুরাধাকে মনের কথা কিছুতেই বলতে পাড়ছিলাম না।হঠাৎ একদিন অনুরাধাকে আমার মনের কথা বলি।


আমিঃ কেমন আছেন?


অনুরাধাঃ ভালো আছি..আপনি কেমন আছেন? 


আমিঃ ভালো।আপনাকে আমার একটা কথা বলার ছিল যদি মনে কিছু না করেন তাহলে বলতে পাড়ি?


অনুরাধাঃ হুম বলেন কি বলবেন...!


আমিঃ আগে বলেন আমার কথায় কিছু মনে করবেন না?


অনুরাধাঃ আচ্ছা বাবা কিছু মনে করবো এবার বলেন...


আমিঃ সত্যি বলতে আমি তোমাকে ভালোবাসি সেই প্রথম যখন আমাদের পরিচয় হয়েছিল তারপর তোমার সাথে বন্ধুত্ব।বন্ধুত্ব হবার পর তোমার সাথে কথা বলতে বলতে  তোমাকে ভালোবেসে ফেলি কিন্তু কিছুতেই তোমাকে বলতে পারছিলাম না। আজকে অনেক কষ্টে নিজের মনের কথা তোমাকে বললাম আমি সত্যিই তোমাকে অনেক অনেক ভালোবাসি অনুরাধা।Do You Love Me?


অনুরাধাঃ বাহ বাহ আপনি তো ভালো মজা করতে পারেন..


আমিঃ অনুরাধা আমি মজা করছি না।আমি সত্যিই তোমাকে ভালোবাসি...


সে সময় অনুরাধা আমাকে অনেক অপমান করে।অনুরাধা আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দেয়।আমি অনুরাধাকে অনেক বুঝানোর চেষ্টা করি কিন্তু অনুরাধা সেদিন আমাকে অনেক অপমানিত কথা বলে।তারপর আরও একটা বছর চলে যায়।এই এক বছরে আমি অনুরাধাকে প্রতিদিন মেসেজ দিয়ে ক্ষমা চাইতাম।তার ভালোবাসা পাবার জন্য অনেক পাগলামি করেছি এবং অনেক বুঝানোর পর অতঃপর সেই সুখের দিন আসে আমার জীবনে।


আমিঃ কেমন আছো অনুরাধা?


অনুরাধাঃ ভালো.. তুমি কেমন আছো?


আমিঃ হয়তো আগের মতো আর ভালো নেই।সুখ জিনিস তাই আমার জীবন থেকে হারিয়ে গিয়েছে।জীবনে হয়তো কখনো তোমাকে জীবনসঙ্গীনী হিসেবে পাবো না।ভেবে নিব তুমি আমার ভাগ্যে ছিলে না।তোমার প্রতি ভালোবাসা আমার আগের মতোই থাকবে।সারাজীবন তোমাকে ভালোবেসে যাবো।আমাকে কি ক্ষমা করা যায় না।না হয় আগের মতো বন্ধু হয়ে থাকবো আমরা।প্লিজ  অনুরাধা ক্ষমা করে দাও আর একটা বার সুযোগ দাও।


অনুরাধাঃ তোমাকে আমার একটা কথা বলার আছে আগে বলো যে রাগ করবে না?


আমিঃ রাগ অভিমান অনেক আগেই জীবন থেকে হারিয়ে গিয়েছে।তুমি বলতে পারো..


অনুরাধাঃ আমিও তোমাকে ভালোবাসি।তোমার সাথে কথা বলতে বলতে তোমাকে ভালো লেগে যায় তারপর তোমাকে ভালোবেসে ফেলি তার কিছু দিন পর তুমি আমাকে তোমার মনের কথা বললে।সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম।আমার প্রতি তোমার ভালোবাসা পরিক্ষা করার জন্য সে দিন তোমাকে অনেক অপমান করি তবুও তুমি আমাকে প্রতিনিয়ত ভালোবেসে গেছো আমাকে অনেক বুঝানোর চেষ্টা করছো।সত্যি আমিও তোমার সাথে এই একটা বছর কথা না বলে ভালো ছিলাম না।প্লিজ আমাকে ক্ষমা করে দাও।তোমাকে জীবনে আর কষ্ট পেতে দিব না।আমাকে কি তোমার জীবনসঙ্গিনী করবে। Will you marry me?


আমিঃ Yes..I am really lucky to have a girl like you as my life partner.


 অনুরাধাঃ I love You❤️❤️


আমিঃ I Love You Too Anuradha❤️❤️


সমাপ্ত


[বিঃ দ্রঃ গল্পটি কাল্পনিক জ্ঞান  থেকে লেখা।গল্পে ব্যবহার করা চরিত্রগুলো সব কাল্পনিক।গল্পটি কাল্পনিক হলেও অনেক ভালোবাসার শুরু এভাবেই হয়।গল্পটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন]