পড়াশুনা মূখস্ত করার ১০ টি উপায়। Study Tips In Bangla

বিষয়: পড়াশুনা আয়ত্বে আনতে দশ পরামর্শ!!! কিভাবে পড়া সহজে মুখস্ত করা যায়



,
ক) সকাল বেলা মস্তিষ্ক সর্বোচ্চ গ্রহন মাত্রায় থাকে। এসময় কঠিন বিষয়গুলো পড়বেন। অথচ আমরা ঘুমিয়ে থাকি।
,

খ) অতিরিক্ত ঘুম যাওয়া বা রাত একটার বেশি জাগা যাবে না। এটা আপনার শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।
,
গ) পড়ার সময় মূল বিষয় লেখার অভ্যাস করতে হবে।
,

ঘ) দুশ্চিন্তা ও অপ্রয়োজনীয় আড্ডা এবং কাজ বাদ দিতে হবে। পারলে ঘন্টা দুয়েক গ্রুপ ডিসকাশন করতে হবে।
,

ঙ) সবার মুখস্ত করার সময় এক রকম না। ভাল করে আয়ত্ব না করে ঐ টপিক ত্যাগ করা যাবে না।

,
চ) মাঝে মাঝে পঠিত বিষয়গুলো রিভিশন দিতে হবে।
,

ছ) বেশ কঠিন বিষয়গুলো পড়ার সময়ই একটা খাতায় লিপিবদ্ধ করে রাখতে হবে। আর সময় পেলে দেখতে হবে।
,

জ) প্রতিদিন গড়ে ৭/৮ ঘন্টা মনোযোগ দিয়ে পড়তে পারলে ভালো। পড়ার সময় ফোন সাইলেন্ট থাকা ভাল।
,

ঝ) কঠিন বিষয়গুলোকে ফ্লাশ কার্ড বানিয়ে বাইরে বের হলে নিয়ে যেতে হবে। যেমন- ওয়ার্ড মিনিং।
,
জ্ঞ) রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেতে পারেন। এতে নিউরন ভাল কাজ করবে।