একতরফা ভালোবাসার এসএমএস । ek tarfa valobasa, one side love sms

হাই, বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য একতরফা ভালোবাসার একটি কষ্টের মেসেজ নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের এসএমএস গুলো ভালো লাগবে। 



জানি খুব ভালো আছো, জানো আমার খুব ইচ্ছে তুমি লাইফে অনেক বড় হবে। তোমার স্বপ্নগুলো তুমি বাস্তব করবে।আমার খুব ইচ্ছে জীবনে তুমি অনেক বড় কিছু হবে, হাজার মানুষ তোমাকে চিনবে। কেন জানো তোমাকে তো এখনো ভালবাসি ক্ষতিটা তো চাইতে পারলাম না। তোমার ভালোটাই আমার সুখ। জানো আজও আমি হাসি, সেদিনের কথা মনে করে। বাংলা sad love story

যেদিন তুমি আমার গাল দুটো টেনে বলেছিলে পাগলী অনেক বেশি ভালোবাসি। আজ সে পাগলীটা অনেক একা। তোমাকে অনেক Thanks. তুমি আমাকে অভিনয় করতে শিখিয়েছো। হ্যাঁ এই আমি অভিনয় করি, তবে সেটা কোন টিভির পর্দায় না, সেটা আজ হাজারো মানুষের সামনে। আমি অভিনয় করি প্রতিটা মুহূর্তে ভালো থাকার।

কিন্তু বিশ্বাস করো রাতে ঘুমো তে পারি না। ঘুমটা তো তুমি আমার চুরি করে নিয়ে গেলে। স্বপ্ন গুলো নিয়ে গেলে। ভালোবাসাটা নিয়ে দুঃখগুলো ফেরত দিলে। কি করবো বলো,ভালো তো তোমাকেই বেসেছিলাম তাই তোমার দেয়া দুঃখ গুলো কে নিয়ে বেঁচে আছি। প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে করি। আর তোমার দেয়া কষ্টের কথা ভাবি। বাংলা sad love story

আজও ভালবাসি তোমাকে, ভালোবাসবো সারা জীবন। জানি আর কোনদিনও তোমার সাথে আমার দেখা হবে না। যদি হযও কোন এক ভিড়ে চোখের পলকেই হয়তো হারিয়ে ফেলবো তোমাকে