মে দিবস কি? আন্তজার্তিক শ্রমিক দিবস এবং মে দিবসের ছবি May Day SMS poster

মে দিবস কি?

আজ ১ লা  মে ::
আন্তর্জাতিক শ্রমিক দিবস (মে দিবস নামেও পরিচিত) মে মাসের প্রথম দিনটিকে পৃথিবীর অনেক দেশে পালিত হয়। ১৮৮৬ সালের ১লা মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে ৮ ঘণ্টা শ্রমদিনের দাবীতে আন্দোলন রত শ্রমিকের ওপর গুলি চালানো হলে ১১ জন শহীদ হয়।বেশকিছু দেশে মে দিবসকে লেবার ডে হিসাবে পালন করা হয়।

পূর্বে শ্রমিকদের অমানবিক পরিশ্রম করতে হত, প্রতিদিন গড়ে প্রায় ১০ থেকে ১২ ঘণ্টা আর সপ্তাহে ৬ দিন। বিপরীতে মজুরী মিলত নগণ্য, শ্রমিকরা খুবই মানবেতর জীবনযাপন করত, ক্ষেত্রবিশেষে তা দাসবৃত্তির পর্যায়ে পড়ত। ১৮৮৪ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একদল শ্রমিক দৈনিক ৮ ঘণ্টা কাজ করার জন্য আন্দোলন শুরু করেন। 

শেষ পর্যন্ত শ্রমিকদের "দৈনিক আট ঘণ্টা কাজ করার" দাবী অফিসিয়াল স্বীকৃতি পায়। আর পহেলা মে বা মে দিবস প্রতিষ্ঠা পায় শ্রমিকদের দাবী আদায়ের দিন হিসেবে, পৃথিবীব্যাপী আজও তা পালিত হয়।
এ-ই মহামারি কোরেনার সময়ে সকল শ্রমিকরা সাবধানে থাকুন, সচেতনতার সাথে থাকুন। আপনাদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।










Tags :-   closed,vector,clipart,weekend,clip: artsnoopy,gif,happy,png,happy labor2017,2016 ১লা মে শিশুশ্রম প্রতিরোধকাস্তে ,হাতুড়িমে দিবস,guide,মে দিবসেরএবছর ,দিবসটির শ্রমজীবী মেহনতিমহা, ধূমধামেএদিনটি সরকারীভাবে, ন্যায্য মজুরির .1st may 2018 . পহেলা মে শ্রমিক দিবস 2018