নিজেকে ভালোবাসতে শিখুন, Bangla Motivational Speech


ভালবাসায় বিরহ থাকবে না এটা হতেই পারেনা। ইচ্ছা আর প্রাপ্তির সমন্বয় না হলেই সম্পর্কের মাঝে মান অভিমানের সূচনা হয়। অভিমানের দহন সহ্য করবার ক্ষমতা কেউ কেউ হারিয়ে ফেলে। তখন , হাত পা কাটা , অতিরিক্ত সিগারেট খাওয়া , ঘুমের ঔষধ খাওয়া , নেশায় আসক্ত হওয়া, জিনিষপত্র ভেঙে ফেলা এসব শুরু করে।

যে নিজেকে ভালবাসতে পারে না সে কোন দিন অন্য কে ভালবেসে সুখী করতে পারে না। ভালবাসার প্রথম শর্ত , নিজেকে ভালবাসা। এক জন সুস্থ সবল মানুষ তার প্রিয় মানুষটির জন্য যে কোন কাজ করার শক্তি রাখে। ভালবাসার মানুষটাকে সুখী করার জন্য নিজের যত্ন নেয়া অত্যন্ত জরুরী। যে বলে " আমি নিজেকে কষ্ট দেই তোমাকে ভালবাসি বলে" সে ভুল বলে।

নিজেকে সম্মান করা, নিজের প্রতি যত্নশীল ব্যক্তি তার প্রিয় মানুষ এবং তার ভবিষ্যৎ প্রজন্মের যত্ন নেবে, এ বিষয়ে কোন সন্দেহ নাই। বিরহ কে অতিক্রম করতে না পারলে ভালবাসার সুখটুকু তোমাকে ছেড়ে চলে যাবে তাই নিজেকে ভালোবাসতে শিখুন। ভালো থাকুন।