জীবন এবং প্রেম সম্পর্কে কিছু কথা Bangla Love Motivational Speech


অনুভূতির মূল্যায়ন, আর বাস্তববাদী দৃষ্টিভঙ্গি দুটোকে যারা একসাথে জীবনে প্রয়োগ করতে পারে,তারাই সফলতা লাভ করতে পারবে এটাই স্বাভাবিক। প্রত্যেক মানুষই ভালো থাকতে চাই। আজকে যে আপনার হাতের উপর থেকে দেয়া হাত সরিয়ে নিচ্ছে ভালো থাকার জন্য, তার ওপর খুব রাখার কি দরকার! যে কোন মেয়ে ভালোবাসার সাথে সাথে নিরাপত্তা ও চাইবে। প্রথম অবস্থায় আপনার ভালোবাসা তাকে মুগ্ধ করলেও, তার ভবিষ্যৎ নিরাপদ না দেখলে সে ছেড়ে যাবে।


এই বাস্তবতাকে মেনে নেয়া দরকার, গাছ তলায় ঘর বাঁধার স্বপ্ন দেখা আর বাস্তবে তা করা দুটোর মধ্যে খানে আকাশ পাতাল পার্থক্য। তার জায়গা থেকে চিন্তা করলে আপনিও একই কাজ করতেন। খুব বেশি না একটু চিন্তা করে দেখুন তো! আপনার বোনকে কি এমন কারো হাতে তুলে দিতেন? আমি প্রথমেই বলেছি অনুভূতি মূল্যায়ন এবং বাস্তব দৃষ্টিভঙ্গির কথা। কাজেই সারাদিন কল্পনায় ব্যস্ত না হয়ে সময়টাকে কাজে লাগানোই কাম্য।



ভালোবাসার বেশ কিছু রূপ থাকে, প্রথমে তাকে কাছে চাওয়া আর তার তারপর তাকে নিজের করে রাখতে পারা। নিজের করে রাখার জন্য আপনাকে গুছাতে হবে। আর ক্ষণে ক্ষণে যে হৃদয় ভাঙা গড়ার খেলায় মত্ত, আজকে একজনকে হারিয়ে কালকে আরেকজনের মাঝে নিজেকে খুঁজে ফেরে, এই মানুষগুলো খুব দ্রুতই হারিয়ে যায়। কাজেই যাকে ভালোবাসেন তাকে আপন করে পাওয়ার জন্য জেগে উঠুন কল্পনায় না বাস্তবে।


আর যাদের ক্ষেত্রে সে মানুষটা হারিয়ে গেছে তাদেরকে বলছি, কি দরকার তিলে তিলে নিজেকে শেষ করার! সেই মানুষটা যদি ভালো থাকতে আপনাকে ছেড়ে যেতে পারে আপনি কেন তবে মেনে নিয়ে নিজেকে প্রমাণ করতে পারছেন না? মনে রাখা দরকার মানুষ অভ্যাসের দাস কিংবা অভ্যাস মানুষের দাস যেটাই বলেন না কেন
এর চেষ্টা করেই দেখুন না, খুব বেশি দেরি হয়ে যায়নি আবার নতুন করে বেঁচে থাকবেন আপনি। শুধু আপনার একটা ইচ্ছে আপনাকে বদলে দিতে পারে। ভালো রাখুন এবং নিজেও ভালো থাকুন।