টাকার মান কেন কমে? Tk er Man keno kome?

 আসুন দেখি টাকার মান কিভাবে কমে



১০০০ টাকার নোট ছাপানো হয় ২০০৮ সালে। 

২০০৮ সালে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ছিলো ২৬০০০ টাকা (প্রায়) 

অর্থাৎ আপনি ২০০৮ সালে ২৬ টি ১০০০ টাকার নোট দিয়ে এক ভরি স্বর্ণ পেতেন। 

আজকে ২২ ক্যারেট স্বর্ণের ভরির দাম ৮৪০০০ টাকা (প্রায়) 

অর্থাৎ আজকে আপনাকে ৮৪ টি ১০০০ টাকার লাগবে এক ভরি স্বর্ণ কিনতে। 


এবার আসুন এই ১০০০ টাকার মান এখন কত। 

২৬০০০ ÷ ২৬ = ১০০০ 

২৬০০০÷৮৪  = ৩০৯ 


আপনার ২০০৮ সালের ১০০০ হাজার টাকার নোট টির আজকের মূল্য ৩০৯ টাকা। 


এখানে চালাকি করে বলা হয় যে স্বর্ণের দাম বেড়েছে। আপনিও সেটা ধরে নেন।

কিন্তু প্রকৃত ব্যাপার হলো আপনার পকেটের/ব্যাংকের টাকার মূল্যমান কমেছে, যা আপনাকে বুঝতে দেওয়া হয়না। 


এভাবেই টাকার মান কমে যাচ্ছে। আমরা নিজের অজান্তেই সম্পদ গুলো হারিয়ে ফেলছি! তাই কাগজের নোট সংরক্ষণ না করে গবাদিপশু, ব্যাবসা, চাষাবাদ কিংবা গোল্ড এ সংরক্ষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বুঝার তৌফিক দান করুক আমিন।