আপনি আপনার শিশুদের নাম সাহাবীগণের নামে রাখতে পারেন। বদর যুদ্ধের সাহাবীদের নাম


 বদর যুদ্ধের সময়ের কিছু  সাহাবীগনদের  নামের একটি লিস্ট নিম্নে দেওয়া হলো । আপনি আপনার শিশুদের নাম সাহাবীগণের নামে রাখতে পারেন।
  মুসলিমদের উপর নির্যাতনের কারণে মুসলিমরা মদিনায় হিজরত করে। মুহাম্মাদ (সাঃ) নিজেও এক পর্যায়ে মদিনায় হিজরত করেন। হিজরতের পরে অবতীর্ণ কুরআনের আয়াতে মুসলিমদেরকে অস্ত্রধারণের অনুমতি দেয়া হয়। বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে প্রথম সশস্ত্র যুদ্ধ যা মুসলিম ও কাফিরদের মধ্যে দ্বিতীয় হিজরীতে সংগঠিত হয়। এই যুদ্ধের মাধ্যমে মুসলিমরা সংখ্যায় অনেক কম হয়েও মক্কার কাফির শক্তিকে পরাজিত করে ইসলামের স্বর্নোজ্জল সূচনার সৃষ্টি করেন। এই যুদ্ধের মাধ্যমে সত্য-মিথ্যার পার্থক্য সূচিত হয়ে যায়। এজন্য এই যুদ্ধকে সত্য-মিথ্যার পার্থক্যকারী বলা হয়। আল-কুরআনে এই দিনকে "ইয়াওমূল ফুরক্বান" বলা হয়েছে



বদর যুদ্ধের সাহাবীদের নাম (মক্কা থেকে মদিনায় হিজরতকারী সাহাবীগণ)


  •  হযরত আবু বকর (রাঃ) 

  • হযরত উমর ফারুক (রাঃ) 

  •  হযরত উসমান (রাঃ) 

  •  হযরত হামজা (রাঃ)

  • হযরত আলী মোর্তাজা (রাঃ) 

  • হযরত যায়েদ বিন হারেছা (রাঃ) 

  •  হযরত আবু কাবশাহ সুলাইম (রাঃ) 

  •  হযরত আবু মারছাদ গানাভী (রাঃ) 

  • হযরত মারছাদ বিন আবু মারছাদ (রাঃ) 

  • হযরত উবাইদা বিন হারেছ (রাঃ) 

  • হযরত তোফায়েল বিন হারেছ (রাঃ) 

  • হযরত হুসাইন বিন হারেছ (রাঃ) 

  • হযরত আউফ বিন উসাসা (রাঃ) 

  •  হযরত আবু হুযায়ফা (রাঃ) 

  •  হযরত ছালেম (রাঃ) 

  • হযরত সুহইব বিন সিনান (রাঃ) 

  • হযরত আব্দুল্লাহ্ বিন জাহাশ (রাঃ) 

  • হযরত উক্বাশা বিন মিহসান (রাঃ) 

  •  হযরত শুজা’ বিন ওহাব (রাঃ) 

  •  হযরত ওতবা বিন রবীআহ (রাঃ) 

  • হযরত ইয়াযীদ বিন রুকাইশ (রাঃ) 

  •  হযরত আবু সিনান (রাঃ) 

  •  হযরত সিনান বিন আবু সিনান (রাঃ) 

  • হযরত মুহরিয বিন নাজলা (রাঃ) 

  • হযরত রবীআ’ বিন আক্সাম (রাঃ) 

  •  হযরত হাতেব বিন আমর (রাঃ) 

  • হযরত মালেক বিন আমর (রাঃ) 

  • হযরত মিদ্লাজ বিন আমর (রাঃ) 

  •  হযরত সুওয়ায়েদ ইবনে মাখশী (রাঃ) 

  • হযরত উৎবা বিন গাযওয়ান (রাঃ) 

  • হযরত জুবাইর বিন আউওয়াম (রাঃ) 

  • হযরত হাতেব বিন আবি বালতাআহ (রাঃ) 

  •  হযরত সা’দ বিন খাওলা (রাঃ) 

  • হযরত মুসআব বিন উমায়ের(রাঃ) 

  • হযরত মাসউদ বিন সা’দ (রাঃ) 

  • হযরত আবদুর রহমান বিন আউফ (রাঃ) 

  • হযরত সা’দ বিন আবু উবায়দা (রাঃ) 

  • হযরত উমায়ের বিন আবিওয়াক্কাস (রাঃ) 

  • হযরত মিক্বদাদ বিন আমর (রাঃ) 

  •  হযরত আব্দুল্লাহ্ বিন মাসউদ (রাঃ) 

  •  হযরত মাসউদ বিন রাবীআ (রাঃ) 

  • হযরত যুশ্ শিমালাইন (রাঃ) 

  • হযরত খাব্বাব বিন আরাত (রাঃ) 

  •  হযরত বিলাল বিন রবাহ্ (রাঃ) 

  •  হযরত আমের বিন ফুহায়রা (রাঃ) 

  •  হযরত ছুহাইব বিন সিনান (রাঃ) 

  • হযরত তালহা বিন উবাইদুল্লাহ্ (রাঃ) 

  • হযরত আবু সালমা বিন আব্দুল আসাদ (রাঃ) 

  • হযরত শাম্মাস বিন উসমান (রাঃ) 

  • হযরত আকরাম বিন আবুল আকরাম (রাঃ) 

  • হযরত আম্মার বিন ইয়াছির (রাঃ) 

  • হযরত মুআত্তিব বিন আউফ (রাঃ) 

  • হযরত যায়েদ ইবনে খাত্তাব (রাঃ) 

  • হযরত আমর বিন সুরাকা (রাঃ) 

  •  হযরত ওয়াকেদ বিন আব্দুল্লাহ্ (রাঃ) 

  • হযরত খাওলা বিন আবু খাওলা (রাঃ) 

  •  হযরত আমের বিন রবীআহ (রাঃ) 

  •  হযরত আমের বিন হারিছ (রাঃ) 

  •  হযরত আমের বিন আব্দুল্লাহ্ (রাঃ) 

  •  হযরত খালেদ বিন বুকাইর (রাঃ) 

  • হযরত ইয়ায বিন গানাম (রাঃ) 

  • হযরত সাঈদ বিন যায়েদ (রাঃ) 

  • হযরত মিকদাদ বিন আমর (রাঃ) 

  • হযরত নোমান বিন আসার বিন হারেস (রাঃ) 

  • হযরত মিহ্জা’ মাওলা উমর ফারুক (রাঃ) 

  • হযরত ওহাব বিন আবী সারাহ (রাঃ) 

  • হযরত উসমান বিন মাজউন (রাঃ) 

  • হযরত সাইব বিন উসমান (রাঃ) 

  • হযরত কুদামা বিন মাজউন (রাঃ) 

  • হযরত আব্দুল্লাহ্ বিন মাজউন (রাঃ) 

  • হযরত মা’মার বিন হারেছ (রাঃ) 

  • হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ (রাঃ) 

  •  হযরত আব্দুল্লাহ্ বিন মাখ্রামা (রাঃ) 

  • হযরত খাব্বাব মাওলা উতবা বিন গযওয়ান (রাঃ) 

  • হযরত আবুস্ সাইব উসমান বিন মাজউন (রাঃ) 

  • হযরত আমর বিন আবু সারাহ (রাঃ) 

  • হযরত সাকাফ বিন আমর (রাঃ) 

  • হযরত মুজায্যার বিন যিয়াদ (রাঃ) 

  • হযরত খাব্বাব ইবনুল মুনযির (রাঃ) 

  • হযরত উমায়ের বিন আবী ওয়াক্কাছ (রাঃ) 


(কোনো ভুল থাকলে সেটা সম্পূর্ণ অনিচ্ছাকৃত ।
কমেন্টে ভুলটি প্রমান সহ জানাবেন আমরা সেটি ঠিককরার চেষ্টা করবো ইনশাআল্লাহ ।)