প্রেম ও ভালোবাসা নিয়ে জালাল উদ্দিন রুমির ৯ টি বিখ্যাত উক্তি | Valobasar Ukti


পারস্যের কবি জালাল উদ্দিন মুহাম্মদ রুমি ছিলেন ১৩ শতকের স্বনামধন্য মুসলিম কবি, আইনজ্ঞ, ইসলামি ব্যাক্তিত্ব, ধর্মতাত্ত্বিক, অতীন্দ্রবাদী এবং সুফি সাধক। রুমি নামেই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়। আজকের ভিডিও তে ভালবাসা ও প্রেম নিয়ে জালাল উদ্দিন রুমির  কিছু জনপ্রিয় উক্তি গুলো তুলে ধরার চেষ্টা করছি।

১। ‘প্রেমই মুক্তি, প্রেমই শক্তি, প্রেমই পরিবর্তনের গুপ্তশক্তি, প্রেমই দিব্য সৌন্দর্যের দর্পন স্বরুপ!’।

২। “যদি তুমি কারো হৃদয়কে জয় করতে চাও,তাহলে প্রথমে অন্তরে ভালবাসার বীজ রোপণ করো।আর যদি তুমি জান্নাত পেতে চাও তাহলে অন্যের পথে কাঁটা বিছানো ছেড়ে দাও।

৩। “ঈশ্বরের প্রেমে তোমার আত্মাকে উৎসর্গ কর।শপথ করে বলছি তা ব্যতীত অন্য কোন পথ নেই।”

৪। “ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মত, যাকে কোন খাঁচায়ই বন্দি করা সম্ভব নয়।”

৫। “প্রতিটা আত্মাই সোনা হয়ে যায়, যখন প্রিয়তমার স্পর্শ পায়। যে মুহূর্তে আমি প্রেমের কাহিনী শুনলাম আমি তোমাকে খুঁজতে লাগলাম, না জেনেই যে তা কত অন্ধ ছিল
প্রেমিকেরা অবশেষে মেলে না কোথাও কারন তারা সব সময়ই পরস্পরের মধ্যেই বিদ্যমান থাকে।”

৬। “ভালবাসা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসও যন্ত্রণাদায়ক মনে হয়।”

৭।  “প্রত্যেক ধর্মেই মোহাব্বত তথা ভালোবাসা আছে কিন্তু ভালোবাসার কোন নিদিষ্ট ধর্ম নাই।”

৮। “যখন তুমি সত্য ভালোবাসায় পড়বে, তখন শরীর, মন, আত্মার কোন অস্তিত্বই খুজে পাবে না।এমন ভালোবাসায় পতিত হও, তাহলে তোমাকে কখনও আবার আলাদা হতে হবে না।”

৯। “বিদায় শুধু তারাই বলে যারা শুধু চোখ দিয়ে ভালোবাসে, যারা মনে করে চোখের দেখাই হলো একমাত্র ভালোবাসা।  যারা আত্মা আর হৃদয় দিয়ে ভালোবাসে তাদের কাছে কোন বিদায় নেই, কারণ আত্মা আর হৃদয় থেকে দূরে যাওয়া সম্ভব নয়।”