মুসলিম ছেলেদের ইসলামিক সুন্দর নাম অর্থসহ - cheleder islamic nam

আপনারা যারা আপনাদের মেয়েদের জন্য নতুন ইসলামিক নাম রাখতে চান নতুন নতুন ইসলামের অর্থসহ বের করে শিশুদের নাম রাখতে চান আমরা নিয়ে এসেছি তাদের অর্থসহ নাম। আর কোনো চিন্তা করার দরকার নেই। কি দিয়ে আমরা আমাদের ছেলে মেয়েদের নাম রাখব এই নিয়ে আমরা অনেক চিহ্নিত থাকি। তাই আমাদের উচিত হলো আমরা যারা এইসব নিয়ে চিন্ত করে থাকি আর আমাদের বিভিন্ন সমস্যা সমাধান এর উপায় বের করে নিয়ে এসেছি। অনেকে তাদের নামের অর্থ জানে না আসলে আমাদের উচিত নবীদের অনুসরণ করে নাম রাখা ভালো নামের অর্থ দিয়ে ইসলামের ধর্মীয় আচার আচরণ প্রকাশ পায়। 

আপনারা যারা সহজেই নবজাতক শিশুদের বা ছেলে মেয়েদের জন্য ভালো সুন্দর ইসলামিক নামের অর্থসহ একটি ভালো নাম ও সুন্দর ইসলামিক নাম বের করতে পারেন সেজন্য আমরা আপনাদের মাঝে নিয়ে এসেছি নবজাতক শিশুদের নাম ও অর্থ। অধিক ছেলে মেয়েদের ইসলামিক নামসহ আরও অধিকতর ইসলামের নাম পাওয়া যায় তাই আমরা আমাদের শিশুদের জন্য আগামী দিনের জন্য নাম বের করে তাদের নামের অর্থসহ সুন্দর নাম প্রকাশ করে আমাদের ইসলামের মাঝে তুলে ধরতে পারি। আসুন আমরা আমাদের ছেলে মেয়েদের চূড়ান্ত করার আগে পরীক্ষা করে নিবেন নামের অর্থসহ।  





(অ) দিয়ে ছেলেদের নাম শুরুঃ 

১. অপু— অর্থ— ফুল। 

২. অলি— অর্থ— কোকিল। 

৩. অয়ন— অর্থ— পথ। 


(আ) দিয়ে ছেলেদের নাম শুরুঃ 

১. আইনুল হক— অর্থ— আল্লাহর প্রিয়। 

২. আতিক— অর্থ— সম্মানিত। 

৩. আইয়ুব— অর্থ— ভদ্রলোক। 

৪. আফজাল— অর্থ— অতি উত্তম। 

৫. আশিক— অর্থ— প্রেমিক। 

৬. আমজাদ— অর্থ— সম্মানিত। 




(ই) দিয়ে ছেলেদের নাম শুরুঃ 

১. ইউনুস— অর্থ— ন্যায়বান। 

২. ইউসুফ— অর্থ— সুদর্শন। 

৩. ইলিয়াস— অর্থ— সাহসী। 

৪. ইসমাহী— অর্থ— অন্যতম প্রধান। 

৫. ইব্রাহীম— অর্থ— অন্যতম, বিশিষ্ট। 

৬. ইমান— অর্থ— বিশ্বাস। 


আরো পড়ুনঃ মুসলিম ইসলামিক নাম মেয়েদের অর্থসহ


(ঈ) দিয়ে ছেলেদের নাম শুরুঃ 

১. ঈসা— অর্থ— নেতা। 


(উ) দিয়ে ছেলেদের নাম শুরুঃ 

১. উবায়েদ— অর্থ— সেবক। 

২. উমর— অর্থ— সময়, বয়স। 

৩. উজ্জ্বল— অর্থ— শুভ্র জ্যােতির্ময়। 

৪. উত্তম— অর্থ— অতিশয় ভাল। 


(ন) দিয়ে ছেলেদের নাম শুরুঃ 

১. নাজি— অর্থ— প্রয়োজনীয়। 

২. নাজির— অর্থ— অগ্রগামী। 

৩. নাবীল— অর্থ— মহান। 

৪. নিসাব— অর্থ— আত্নবিসর্জন। 

৫. নসীহ— অর্থ— উপদেশকারী। 

৬. নাসিম— অর্থ— ভাগ্য। 

৭. নাদের— অর্থ— প্রিয়। 

৮. নাফি— অর্থ— উপকারকারী। 

৯. নাকিব— অর্থ— নেতা। 

১০. নায়িব— অর্থ— প্রতিনিধি। 

১১. নিহাল— অর্থ— চারগাছ। 

১২. নাদির— অর্থ— মূল্যবান৷ 

১৩. নাদিম— অর্থ— বন্ধু। 

১৪. নাসীফ— অর্থ— ধার্মিক। 

১৫. নিয়াজ— অর্থ— উৎসর্গ। 

১৬. নাজিম— অর্থ—  ব্যবস্থাবক। 


(ম) দিয়ে ছেলেদের নাম শুরুঃ 

১. মুরাদ— অর্থ— আনা। 

২. মিরাজ— অর্থ— উথথ্ন 

৩. মইন— অর্থ— সাহায্য। 

৪. মুজিব— অর্থ— সম্মানিত। 

৫. মাহীর— অর্থ— দক্ষ। 

৬. মুনসিফ— অর্থ— বিচারক। 

৭. মুহিব— অর্থ— প্রেমময়। 

৮. মাহিন— অর্থ— সাহায্যকারী। 

৯. মুকদ্দাস— অর্থ— পবিত্র। 


(র) দিয়ে ছেলেদের নাম শুরুঃ 

১. রাজিহ— অর্থ— ইশারা। 

২. রাশিক— অর্থ— সুন্দর। 

৩. রায়হান— অর্থ— সুঘ্রান। 

৪. রায়াত— অর্থ— সম্রাজ্য। 

৫. রাকিন— শ্রদ্ধাশিল। 

৬. রাজিক— অর্থ— অংশগ্রহণ। 


(শ) দিয়ে ছেলেদের নাম শুরুঃ 

১. শাকের— অর্থ— কৃতজ্ঞ। 

২. শমসির— অর্থ— তরবারী। 

৩. শঅদ— অর্থ— মুখী। 

৪. শাদাব— অর্থ— সবুজ। 

৫. শাদমান— অর্থ— আনন্দিত। 

৬. শফি— অর্থ— অনুসারী। 

৭. শমিত— অর্থ— শান্ত । 

৮. শামস— অর্থ— সূর্য। 

৯. শাইদ— অর্থ— ভক্তি।