বাংলা দম ফাটানো হাসির কৌতুক মজার জোকস হাসির গল্প | bangla funny jokes

বাংলা দম ফাটানো হাসির কৌতুক  মজার জোকস হাসির গল্প | bangla new funny golpo 2022 | funny jokes golpo 2022


বাংলা দম ফাটানো হাসির কৌতুক  মজার জোকস হাসির গল্প | bangla new funny golpo 2022 | funny jokes golpo 2022

বাংলা দম ফাটানো হাসির কৌতুক  মজার জোকস হাসির গল্প | bangla new funny golpo 


০১.
শেয়াল : একটা ঘোড়া যদি উত্তরমুখো হয়ে দাঁড়িয়ে থাকে, তাহলে তার লেজটা কোন দিকে থাকবে?
কুমিরের ছা : দক্ষিণ দিকে।
শেয়াল : উঁহু, হলো না, মাটির দিকে।

০২.
একদিন পাগলা গারদের এক ডাক্তার তিন পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন।
পরীক্ষায় পাস করতে পারলে মুক্তি, আর না করলে আরো দুই বছরের জন্য আটকানো হবে।
ডাক্তার তিনজনকে সাথে নিয়ে একটা পানিশূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন।
প্রথম পাগল সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙ্গে ফেলল। দ্বিতীয় পাগলটিও ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙ্গে ফেলল।
কিন্তু তৃতীয় পাগলটি কোনোমতেই ঝাঁপ দিতে রাজি হলো না।
ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন, আরে, তুমি তো পুরোপুরি সুস্থ। তোমাকে মুক্ত করে দেব আজই।
আচ্ছা বলো তো তুমি কেন ঝাঁপ দিলে না?
জবাবে সে বললো, ‘আমি তো সাঁতার জানি না!

বাংলা দম ফাটানো হাসির কৌতুক  মজার জোকস হাসির গল্প | bangla new funny golpo 2022 | funny jokes golpo 2022
বাংলা দম ফাটানো হাসির কৌতুক  মজার জোকস হাসির গল্প | bangla new funny golpo 2022 | funny jokes golpo 2022


০৩.
বাবা: খোকা, পরীক্ষা কেমন দিলি?
ছেলে: শুধু একটা উত্তর ভুল হয়েছে।
বাবা: বাহ্! বাকিগুলো সঠিক হয়েছে?
ছেলে: না, বাকি গুলোতো লিখতেই পারিনি।

০৪.
স্যার ছাত্রকে প্রশ্ন করছে।
স্যারঃ মিঠু, বলতো গরু আমাদের কি দেয়?
মিঠুঃ গরু? গরু আমাদের গুঁতো দেয় স্যার!!

০৫.
বুদ্ধিমান ছাত্র
একদিন ক্লাসে শিক্ষক তার সোনার আংটিটা একটা গ্লাসের পানিতে ডুবিয়ে ছাত্রকে প্রশ্ন করলেন।
শিক্ষকঃ বল তো, এই আংটিটাতে মরিচা ধরবে কি না?
ছাত্রঃ ধরবে না স্যার।
শিক্ষকঃ গুড, ভেরি গুড। আচ্ছা বলতো, কেন ধরবে না?
ছাত্রঃ স্যার, আপনি জ্ঞানী লোক। যদি পানিতে রাখলে মরিচা ধরতো, আপনি কখনই আপনার সোনার আংটি পানিতে রাখতেন না।

বাংলা দম ফাটানো হাসির কৌতুক  মজার জোকস হাসির গল্প | bangla new funny golpo 2022 | funny jokes golpo 2022


০৬.
ডাক্তার রোগীকে ব্যবস্থাপত্র দিয়ে বললেন-
ডাক্তারঃ আপনার খাবার সবসময় ঢাকা রাখবেন।
রোগীঃ ঢাকা তো অনেক দূর। কুমিল্লায় রাখলে চলবে না

০৭.
শিক্ষক বললেন- মামুন বিপরীত শব্দ বলতো - দোজখ।
মামুন- বেহেশত।
শিক্ষক- ভালো।
মামুন- খারাপ।
শিক্ষক- বস।
মামুন - দাড়াও।
শিক্ষক- আজব!
মামুন - স্বাভাবিক।
শিক্ষক- আচ্ছা বেয়াদব ছেলেতো!
মামুন- স্যার এইটা পারি না।

বাংলা দম ফাটানো হাসির কৌতুক  মজার জোকস হাসির গল্প | bangla new funny golpo 2022 | funny jokes golpo 2022


০৮.
১ম চাপাবাজঃ আমি এত গরম চা খাই যে, কেতলি থেকে সোজা মুখে ঢেলে দেই!
২য় চাপাবাজঃ কি বলিস! আমি তো চা-পাতা, পানি, দুধ, চিনি মুখে দিয়ে চুলোয় বসে পড়ি!

০৯.
এক হকার পেপার বিক্রি করতে গিয়ে খুব সমস্যায় পড়ল। কেউই কিনছে না।
সে পেপার খুলে দেখল, আজ বারাক ওবামার কোনো খবরই ছাপা হয়নি।
সে সঙ্গে সঙ্গে চিৎকার করে পেপার বিক্রি শুরু করল, ওবামার কোনো খবর নাই, ওবামার কোনো খবর নাই।
সঙ্গে সঙ্গে তার সব পেপার বিক্রি হয়ে গেল।

১০.
ফুটপাতে এক বেকারকে শুয়ে থাকতে দেখে আবুল বলল : "ঐ
ব্যাটা আরামে ঘুমায় আছস, কাম করতে পারছ না..?"
বেকার : কাম কইরা কী করমু...?
আবুল : কাম করলে টাকা কামাইতে পারবি।
বেকার : টাকা কামাইয়া কী করমু..?
আবুল : টাকা কামাইলে বাড়ি, গাড়ি হইব।
বেকার : বাড়ি-গাড়ি দিয়া কী করমু...?
আবুল : আরামে ঘুমাইতে পারবি।
বেকার : তো আমি এতক্ষণ কী করতাছিলাম...???

১১.
ফেসবুক আসক্ত
এক বন্ধুকে ম্যাসেজ
দিয়েছিলাম একদিন--
“দোস্ত ফেসবুকের
বাইরেও একটা দুনিয়া আছে।
জানিস কি?”
সে উত্তর
দিয়েছিলো-- “তাই
নাকি? লিঙ্ক দে তো।

১২.
তিন বন্ধু মিলে জঙ্গলে
হাঁটছে..
হঠাৎ তাদের সামনে একটা
পরী এল।
পরী : তোমরা একটা করে
ইচ্ছার কথা বল, আমি তোমাদের
সেই ইচ্ছা পূরণ করে দেব।
বন্ধু ১:আমাকে পৃথিবীর
সবচেয়ে সুন্দর বানিয়ে দাও।
পরী:দিলাম।
বন্ধু ২:আমাকে দুনিয়ার
সবচেয়ে হ্যান্ডসাম ছেলে
বানিয়ে দাও।
পরী:দিলাম।
বন্ধু৩:এই দুইজনকে আগের মত করে
দাও।

১৩.
বাস কন্টাকটার : এই
যে ভাই
ভাড়া টা দিন?
যাত্রী : এই নেন!!!বাস
কন্টাকটার :৫টাকা কেন,
১০টাকা দেন?
যাত্রী : আমি ছাত্র !
জানিস না
আমার ভাড়া হাফ ?
বাস কন্টাকটার :পাশের জনকে-
আপনার ভাড়া দেন! .
যাত্রী : এই
বেটা ছাত্রের
ভাড়া হাফ, আমি ওর
মাস্টার আমার
ভাড়া মাফ. .
আরেকজন
চেচিয়ে বলছে
আমাকে কিছু টাকা দে
আমি মাস্টারের বাপ..!

১৪.
ছেলেকে ঘুম পারানোর জন্য মা গান গাইছেন - আয় আয় চাঁদ মামা-।
ছেলে :- মা চাঁদ নানা দেখতে কেমন? মা :- চাঁদ আবার তোর নানা হলো কবে?
ছেলে :- সে কি মা! তোমার মামা হলে আমার নানা হবে না?

১৫.
১ম বন্ধু :- জানিস, অক্সিজেন ছাড়া মানুষ বাঁচতে পারে না।
১৭৭০ সালে এটা আবিষ্কৃত হয়েছিল।
২য় বন্ধু :- সত্যিই !
তার আগে মানুষ বাঁচত কি করে?

১৬.
গোপালের স্বপ্ন দেখা
গোপাল আর গোপালের স্ত্রীর কথোপকথন-
গোপালের স্ত্রীঃ কি ব্যাপার? চশমা পরে ঘুমাচ্ছো কেন?