টেলিটক নাম্বার দেখার উপায় - How to Check Teletalk Number

টেলিটক নাম্বার দেখার উপায় ২০২১

যদি আপনি টেলিটক নাম্বার দেখার উপায় নিয়ে সমস্যায় পরে থাকেন। অথবা, আপনি যদি না জেনে থাকেন যে, কিভাবে টেলিটক নাম্বার চেক করবেন। তাহলে আমি বলব আপনি আমাদের এই পোস্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে আপনি টেলিটক নাম্বার দেখার উপায় ২০২১ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন আজকের পোস্টটি শুরু করি।

হয়তো আপনি গুগলো অনেক সার্চ করার মাধ্যমে আমাদের সাইট এ এসেছেন। আপনার সার্চ এর মধ্যে অন্যতম হলো : টেলিটক নাম্বার চেক কোড, টেলিটক নাম্বার দেখে কত দিয়ে, টেলিটক নাম্বার দেখার নিয়ম। তো আর দেরি না করে চলুন আমরা টেলিটক নাম্বার দেখার উপায় দেখে নেই।

টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে জানুন

টেলিটক নাম্বার দেখার উপায় ২০২১


বন্ধুরা টেলিটক সিমে নাম্বার দেখার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে আমি সেরা এবং সহজ কিছু ধাপগুলো বাছাই করেছি। আমি ধাপে ধাপে একেকটা করে দেখানোর চেষ্টা করেছি। নিচে টেলিটক নাম্বার দেখার ধাপগুলো দেখে আপনিও চেক করে নিন আপনার টেলিটক নাম্বার।

দেখে নিন

ধাপঃ১ - টেলিটক নাম্বার দেখার নিয়ম

প্রথমে আপনি আপনার ডায়েলার অ্যাপে প্রবেশ করুন। তারপর ডায়েল অপশনে টাইপ করুন : *551#. তারপর কিছুক্ষণ অপেক্ষা করুন। এবং অপেক্ষা করার পর আপনার সামনে একটি পপআপ বার আসবে এবং সেখানে আপনার টেলিটক নাম্বারটি দেখানো হবে।

ধাপঃ২ - টেলিটক নাম্বার দেখার কোড

যদি উপরের দেওয়া ধাপ ফলো করার পরও আপনি আপনার টেলিটক নাম্বারটি দেখাতে না পারেন। তাহলে আপনি এই ধাপটি দেখে নিতে পারেন। 

প্রথমেই আপনি আপনার ম্যাসেজ অপশনে গিয়ে 222 নাম্বারে tar লিখে ম্যাসেজটি সেন্ড করে দিন। তারপর কিছুক্ষন পর আপনাকে একটি ম্যাসেজের মাধ্যমে আপনার টেলিটক নাম্বারটি দিয়ে দেওয়া হবে।

ধাপঃ৩ - টেলিটক নাম্বার দেখার উপায়

উপরের ধাপটিও যদি ফলো করার পরও টেলিটক নাম্বার চেক করতে কোনো সমস্যা হয়। তাহলে এই ৩নাম্বার ধাপটি দেখে নিন। এবার আপনার ম্যাসেজ অপশনে গিয়ে W লিখে পাঠিয়ে দিন 321 নাম্বারে। ম্যাসজ পাঠানোর ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে আপনি একটি ম্যাসেজের মাধ্যে আপনার টেলিটক সিমের নাম্বারটি পেয়ে যাবেন।

পরিশেষে

আশাকরি আজকের দেওয়া ৩টি ধাপগুলোর মধ্যে থেকে আপনার যেকোনো একটি কাজ করবে। আর হয়তো আজকের পোস্টটির জন্য আপনি টেলিটক নাম্বার দেখার উপায় সম্পর্কে জানতে পেরেছেন। আপনার ফ্রেন্ডদেরও ভুলে যাওয়া টেলিটক নাম্বার দেখার নিয়ম সম্পর্কে জানানোর জন্য অবশ্যই পোস্টটি শেয়ার করবেন। ধন্যবাদ।