ভদ্র মেয়ে চেনার উপায় বা ভালো মেয়ের বৈশিষ্ট্য - 12 Signs Of A Good Woman

প্রিয় পাঠকগন, আজ আমি ভালো মেয়ে চেনার ১২ টি উপায় নিয়ে কথা বলবো। তো আর কথা না বাড়িয়ে মূল বিষয়ে যাওয়া যাক।



ভালো মেয়ে চেনার উপায় কি? 

১] যে সব মেয়ে সাধারণত খুব আস্তে কথা বলে । কথা বলার সময় অঙ্গ ভঙ্গি করে না ।

২ ] সরাসরি পরপুরুষের চোখের দিকে তাকিয়ে কথা বলবে না । খুব ধীর পায়ে এবং মাথা নিচু করে হাটে।

৩] পোশাকে খুবই শালীনতা বজায় রাখবে যতটুকু সম্ভব পর্দায় থাকার চেষ্টা করবে।

৪] ভদ্র মেয়েরা সাধারণত আত্ম কেন্দ্রিক হয়। তারা বেশী ভাগ ঘরে থাকতে ভালোবাসে।

৫] টি ভি সিরিয়াল দেখার চেয়ে এরা কবিতা লেখা অথবা বই পড়তে ভালোবাসে ।

৬] ভদ্র মেয়েরা সাধারণত রাগি হয় । একবার রেগে গেলে রাগ ভাঙাতে বেগ পেতে হয় ।

৭] কখনোই তারা প্রেমে জড়াবে না । পরিবারের সম্মানটা তারা বড় করে দেখে। আর যদি কখনো জড়িয়ে যায় তবে মনে প্রাণে সেই সম্পর্ক টা টিকিয়ে রাখার চেষ্টা করে।

৮] ফেসবুক টুইটার বা অন্য কোন মাধ্যমে তারা ছবি আপলোড দিবে না এমনকি অতি ঘনিষ্ঠ জনদেরকে ছবি দিতে অপরগতা প্রকাশ করবে।

৯] তাদের হিংসা তেমন থাকে না । গিবত করা বা শোনা এরা মোটেও পছন্দ করে না।

১০] ভদ্র মেয়েরা রান্নায় খুব পাকা হয় । সব সময় ঘরে অবস্থান করার ফলে মায়ের বা ভাবিদের কাছ থেকে রান্নার বিষয় বস্তু গুলো খুব ভালো ভাবেই শিখে নেয় ।.

১১] ভদ্র মেয়েদের বন্ধু বান্ধব হাতে গোনা কয়েকজন । আড্ডা হই হল্লোর পার্টি জন্মদিন এরা মোটেই পছন্দ করে না।

১২] ভদ্র মেয়েরা সাধারণত তর্কে জড়ায় না। অশ্লীল কথা বার্তা এবং অভদ্র আচরণ থেকে এরা সবসময় দূরে থাকে।