তোমার ব্যর্থতার কারণ গুলো আজ তুমি খুঁজে পাবে
এই জীবন কারোর কাছে খুবই সুন্দর একটি জিনিস এবং কারোর কাছে খুবই ভংকর একটি জিনিস কারোর কাছে সময় কাটানোর একটি জিনিস তো কারোর কাছে এটি Challenging কিছু করার জিনিস
এটাকে তুমি যেমন ভাবে দেখবে এটা তোমার কাছে ঠিক তেমনি দেখতে লাগবে, এটা কে তুমি যেমন কাজে লাগাবে এটা তোমার জন্য ঠিক তেমনই রেজাল্ট এনে দেবে, এটাই এই জীবনের রিয়ালিটি ।
প্রত্যেকটি জায়গায় তুমি সেটাই খুঁজে পাবে যে তাদের সমীহ কাজ করবে তুমি যদি বেছে নাও কোথায় কি খারাপ হচ্ছে সেগুলো কে দেখা তুমি যদি বেছে নাও কোন কোন জিনিসগুলো তো তুমি দুর্বল বারবার সে গুলোকে দেখা তুমি যদি বেছে নাও এই সমস্ত জিনিস গুলো কে দেখাও যেগুলো খারাপ তাহলে সেগুলোই তোমার জীবনের সর্বক্ষণ ঘটতে থাকবে সেগুলোকেই তোমার আশেপাশে সর্ব জায়গায় তুমি দেখতে পাবে যদি তুমি বেছে নাও এই পৃথিবীর খারাপ জিনিসগুলো কে দেখা তাহলে তার মধ্যে কিছু খারাপ তোমার জীবনে ও পটবে যদি তুমি বেছে নাও সে গুলোকে দেখাও যেগুলো বিউটিফুল যার ভিতরে প্রভিন্সিয়াল আছে যদি তুমি বেছে নাও সে গুলোকে দেখাও যেগুলো সঠিক তাহলে সেগুলোই তোমার আশেপাশে তুমি সর্বক্ষণ দেখতে পাবে ।
এর আগেও না জানে কতবার তুমি এগুলো শুনেছ কিন্তু তুমি এখনো ঠিক বুঝে উঠতে পারোনি দা পাওয়ার অফ ফোকাস, তুমি তোমার ম্যাক্সিমাম সময়ও এনার্জি খরচ করে যে কাজগুলো করবে যে জিনিসগুলো দেখবে তুমিও তোমার জীবন ঠিক সেগুলোর মতনই তৈরি হয়ে উঠবে আমাদের প্রেম কিছু কাছে আমাদেরকে খুবই উৎসাহিত করে সেগুলো করার জন্য আবার বেশ কিছু কাজে আমাদেরকে প্রবল অনুভব করায় সেগুলো না করার জন্য কিন্তু এগুলো সবই নির্ভর করে আমরা কোন জিনিস গুলোর উপরে বেশি প্রকাশ করছি তার ওপরে, Good নাকি Bad পজেটিভ নেগেটিভ আমাদের জীবনের কোনো ঘটনায় বিনা কারণে ঘটে না ।
তুমি তোমার মোবাইলে ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখো ফেসবুক দেখো আরো বিভিন্ন জিনিস দেখো এবং একসময় মোবাইল টা লক করে তুমি দেখে দাও কিন্তু সেই মুহূর্তেই যদি তোমার জানতে ইচ্ছা করে যে এখন কটা বাজে তাহলে তোমাকে আবার মোবাইল আনলক করে ঘড়ি দেখতে হয় যে এখন কটা বাজে কিন্তু ইন্টারেস্টিং বিষয়টি হলো তার এক সেকেন্ড আগে পর্যন্ত তুমি ওই ছোট্ট 5 ইঞ্চি ডিসপ্লেটি খুব মনোযোগ সহকারে দেখছিলে এবং তোমার মোবাইলের ঘড়িটি ও ওই ডিসপ্লেটি তেই, সারাক্ষন Show হচ্ছিল কিন্তু তুমি সেটা দেখতে পাওনি টাইম দেখার জন্য আবারো তোমাকে মোবাইল আনলক করতে হয়েছে, কারণ তোমার ব্রেইন ওই ডিসপ্লে তে সেগুলোই তোমাকে দেখিয়েছে যেগুলো তুমি দেখতে
চেয়েছিলে আর বাকি সবকিছু তোমার সামনে থাকা সত্বেও তুমি সেগুলো দেখতে পাওনি তাহলে একবার ভাবো তুমি তোমার সামনে এমন আরো কত কিছু দেখতে পাচ্ছ না তোমার চোখের সামনে থাকা সত্ত্বেও তোমার ব্রেন এমন আরো কত কিছু অদৃশ্য করে দিচ্ছে ।
তবে এই সমস্ত কিছুই নির্ভর করে তুমি কি দেখতে চাইছ তার উপরে কিন্তু এখন প্রশ্ন যেটা তোমাদের মধ্যে এমন কতজন আছে যারা তাদের জীবনে যেভাবে যা কিছুই চলছে সেই ভাবেই সেই সবকিছু চলতে দেবে এবং এরকম কতজন আছে যে তার নিজের জীবনের কন্ট্রোল নিজেই ভেবে একবার যদি ডিসাইড করো তুমি তোমার লাইফকে কন্ট্রোল করবে তোমার ট্রেনগুলোকে রিয়ালিটি করবে নিজের জীবনের পজিটিভিটি নিয়ে আসবে এবং যখনই তুমি সেগুলো করার চেষ্টা শুরু করে দেবে তখন তুমি নিজেই অনুভব করতে পারবে যে তোমার মাইন্ড আগের থেকে অনেক বেশি এনার্জি তোমাকে দিচ্ছে নিজের জীবনকে সম্পূর্ণরূপে বদলে ফেলার জন্য এবং তখন তোমার ভিতরে একটা বিশ্বাস থেকে উঠবে যে তুমি সেটা করতে পারবেন আর বিশ্বাস একটি ভীষণ বড় শক্তিশালী জিনিস প্রত্যেকটির অসম্ভবকে সম্ভব করার জন্য ।
যদি তুমি বিশ্বাস করো তোমার সময় ও তোমার পরিশ্রমের মূল্য তুমি অবশ্যই পাবে তোমার করার প্রচেষ্টা গুলো অবশ্যই তোমাকে রেজাল্ট এনে দেবে তাহলে তোমার ভিতরে কখনোই এই সন্দেহটা আসবে না যে তুমি সাকসেসফুল হতে পারবে কি পারবে না তখন তোমার ভিতরে স্রেফ একটাই চিন্তা আসবে যে কিভাবে কি করে ওই কাজটা তুমি আরো বেটার ভাবে করবে এবং একবার যখন তোমার ভিতরে এই চিন্তাগুলো চলতে শুরু করবে একবার যদি তুমি এই পদ্ধতি ভাইব্রেশন গুলো দিয়ে নিজেকে ঘিড়ে ফেলতে পারো একবার যদি তোমার ভিতরে শক্তিগুলোকে তুমি চিনে নিতে পারো একবার যদি তোমার পরিচয় ও তোমার করা প্রতিটি কাজের উদ্দেশ্য Great কিছু করা উন্নত একটি মানুষ হওয়া যদি শুধুমাত্র এটাই হয়ে থাকে তোমার জীবনের উন্নতি করবে ।
কারণ তুমি কখনোই উন্নতি করতে পারবে না নিজেকে ছোট বেবির তুমি কখনোই বড় বড় কিছু করতে পারবে না নিজেকে ঘৃণা করেছি ও নিজের যোগ্যতা গুলোকে ইউজলেস মনে করে তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না যে তুমি কোথায় আছো বা তুমি কেমন করে জন্ম নিয়েছো তোমার কাছে কি আছে কি নেই তোমাকে কেউ সাহায্য করবে কি করবে না একবার যদি তুমি এই দুশ্চিন্তার জালগুলো থেকে বেরিয়ে আসতে পারো এবং যদি তুমি ভাবা শুরু করো তোমার সম্ভাব্য ক্ষমতা গুলোর বিষয়ে যদি তুমি ভাবা শুরু করো সেগুলো কে কাজে লাগিয়ে আগামীদিনে তুমি কি হতে পারো তাহলে তখন তোমার সামনে সেই দরজাগুলো খুলে যাবে যেগুলোকে কাজে লাগিয়ে তুমি সত্যিই জীবনে বড় কিছু করতে পারবে তবে এগুলো সবই নির্ভর করছে তুমি কোন জিনিস গুলোর উপরে বেশি প্রকাশ করো সুতরাং তোমাকে খুবই কেয়ারফুল থাকতে হবে এই বিষয়টির উপরে যে তুমি কোন জিনিস গুলোর উপরে বেশি প্রকাশ করছ ।
প্রশ্ন
এবার একটি প্রশ্ন তুমি নিজেকে এখন জিজ্ঞাসা করো যে তুমি কোন চয়েজ গুলোকে বেছে নেবে কোন জিনিসগুলো কে দেখার সিদ্ধান্ত নেবে এতদিন যা দেখে এসেছে সেগুলো নাকি আজ থেকে নতুন কিছু দেখা শুরু করবে, যদি একবার এই বিষয়গুলো কে তুমি তোমার কন্ট্রোলে আনতে পারো তাহলে তখন তোমার Potential হয়ে উঠবে লিমিটলেস তোমাকে এটা মনে রাখতে হবে যে এই সমস্ত কিছুই শুরু হবে একমাত্র তোমার কাছ থেকে ।
এখন তোমাকে আমি দুটো জিনিস অফার করব নাম্বার ওয়ান সারা বিশ্বে যত টাকা আছে সেই সব টাকা তোমাকে দেয়া হবে এর নাম্বার টু সারা বিশ্বে যত সেই সমস্ত জ্ঞান তোমাকে দেয়া হবে এবং এর মধ্যে যেকোনো একটি জিনিস তোমাকে চুজ করতে হবে তাহলে তুমি কোনটা বেছে নেবেন টাকা নাকি জ্ঞান ।
0 Comments