Bangla Good Morning Sms - Shuvo sokal sms

Hey Guys, Here you'll get lot of good morning bangla sms, shuvo sokal bangla, shuvo sokal sms, good morning message in bengali, bangla good morning sms, new good morning sms in bangla, Suprovat Sms, bangla good morning wish, bangla good morning Shayari, Good Morning status.

হাই, বান্ধুরা আজ আমি আপনাদের জন্য কিছু অসাধারন Bangla Good Morning Sms এবং শুভ সকাল এসএমএস নিয়ে হাজির হলাম। যা দ্বারা আপনার ভালোবাসার মানুষটিকে শুভ সকালের শুভেচ্ছা জানাতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।

Bangla Good Morning sms for girlfriend or boyriend
শুভ সকাল এসএমএস-১ঃ পাখির কিচিরমিচির ডাক, সূর্যের আলো পড়া এই মিষ্টি সকাল, ঘাসের বুকে পড়া শিশিরের কণা, যেণ তোমায় হাতছানি দিয়ে ডাকছে। তোমার পায়ে শিশিরের ছোঁয়া দিতে আজ সকাল থেকে কুয়াশারা ভির করেছে, তুমি কোন চিন্তা করোনা, তুমি না ওঠা পর্যন্ত আমি ওদের কোথাও যেতে দিবো না। তাই বলে কি তোমার ঘুম ভাংবেনা? সকাল হয়েছে এবার তো ওঠো। তুমি না উঠলে যে আমার সকালের শুরুটা হবে না। শুভ সকাল রাজ কন্যা।

 শুভ সকাল এসএমএস-২ঃ সবাই বলে যে শেষ রাতের প্রার্থনা নাকি বেশি গ্রহন যোহগ্য হয় উপরওলার কাছে। এই সময় সকলের মনের নেক আশা উপরওয়ালা পূরণ করে। তোমার মনের ইচ্ছা গুলো চাইতে পারো। আমিও চেয়েছি দুহাত তুলে, আমার জন্য না তোমার জন্য। যেমন লক্ষী মেয়ের মত তুমি ঘুমাইতেছো, সারা জীবন যেন তোমার এই ঘুমের ব্যাঘাত না ঘঠে। আমি আরো চেয়েছি তোমার জন্য, জীবনের কোন প্রান্তে তুমি যেন না হেরে না যাও। হাসি আর খুশি যেন তোমার লাইফটাকে ভরপুর করে দেয়। শুভ সকাল আমার মিষ্টি পাগলে।

শুভ সকাল এসএমএস-৩ঃ এই যে কিউট মেয়ে তুমি জানো তুমি ঘুমাইলে তোমাকে দেখতে কতটা কিউট লাগে? হয়তো জানো না। তোমার আগে ঘুম থেকে উঠেছি। তোমার ওই কিউট মুখটা দেখে মনে হচ্ছে, যে এই সকাল টা যদি এমন থাকত সারা জীবন, তারপরও তোমায় দেখে হয়তো সাধ মিটবেনা। শুভ সকাল জান।

শুভ সকাল এসএমএস-৪ঃ কেন জানো সকালে পাখিরা কিচিরমিচির করে ডাকে? কেন জানো সকালে ঝিঝি পোকারা নিশচুপ হয়ে যায়? কেন জানো সকালে সূর্য মামা চোখ মেলে? কারণ তোমার মায়া ভরা ওই সুন্দর মুখটা ওরা সকলে দেখবে বলে। আর কেন জানো আমি তোমার ঘুম ভাঙ্গার অপেক্ষা করি? কারণ তোমার ওই মিষ্টি কন্ঠটা আমি শুনবো বলে।