প্রেমিকা রাগ করে কথা না বললে কি করবেন? ভালোবাসার উপদেশ - love tips

প্রেমিকার অভিমান ভাঙ্গানোর উপায় এবং প্রেমিকার রাগ ভাঙ্গানোর উপায়।
হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন। ফিরে আসলাম আবারো একটি টপিক নিয়ে। আজ আমি আলোচনা করবো মেয়ে যদি কথা বলতে বলতে হটাৎ কথা বলা বন্ধ করে দেয় তাহলে আপনি কি করবেন?


দেখুন এমনটা হয়ে যে সে আপনাকে আগে অনেক ভালবাসতো। আগে অনেক অনেক মিস করতো কিন্তু এখন সে আপনাকে অবহেলা করতেছে আপনাকে এড়িয়ে চলছে পাত্তাই দিচ্ছে না। তাই তো? কিছুদিন আগে যেই মানুষটা অনেক ভালবাসতো। সে কেন আজ আপনাকে অবহেলা করছে? কেন আপনা কে পাত্তা দিচ্ছে না? সেই কারণগুলো খুঁজে বের করুন। হতে পারে আপনি আগে অনেক মজার একটা মজার মানুষ ছিলেন। কিন্ত এখন গুরুগম্ভির হয়ে গেছেন। কথার মধ্যে কোন প্রকার হাসি নেই, সব সময় কেমন জানি চিন্তিত হয়ে থাকেন। আগে তার প্রতি অনেক কেয়ারফুল ছিলেন একটু অসুস্থ হলেই তার জন্য অনেক টেনশন করতেন। কিন্ত এখন সেরখমটা নেই আপনি। পুরাই পাল্টায়া গেছেন, মেয়ে আপনার সেই হ্যাপিনেস, ব্যাক্তিত্ব, কেয়ারিং, এসব দেখে আপনার প্রতি আকৃষ্ট হয়েছিল। কিন্ত এখন এসে আপনি এতোটাই তার উপর এট্রাকটিভ হয়ে গেছেন যে নিজের সব কাজ বন্ধ করে সারাক্ষন আপনি তার কথায় চিন্তা করেন। তার কথায় ভাবেন এতে আপনি ধিরে ধিরে এট্রাকটিভ পারসোন থেকে নন-এট্রাকটিভ পারসোন হয়ে গেছেন। আর সে এতে ধিরে ধিরে বিরক্তিকর হয়ে আপনার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তো এবার চলুন কি কাজ করলে সে আবার আপনার সাথে কথা বলা শুরু করে দেবে।

নাম্বার-১ঃ ইমোশনাল হওয়া বন্ধ করে দিন। 

ধরুন, আপনি কোন সমস্যায় পড়েছেন বা কোন কাজ করতে না পারাই এতোটা ভেঙে পড়েছেন যে সারাক্ষণ ইমুশনাল হয়ে থাকেন। তার সাথে আগের মত হাসি খুশি হয়ে কথা না বলে সব সময় ইমোশনাল হয়ে কথা বলেন। রিলেশন হওয়ার পরে আপনার কোন রখম প্রবেলেমি ছিলো না, আপনি অনেক হাসি খুশি একটা ছেলে ছিলেন। আর এই হাসি খুশির জন্যেই, সে আপনাকে ভালোবেসে ফেলেছিল। তাই আপনাকে তার সামনে হাজারো প্রবলেম থাকনা কেন। সেটি তার কাছে শো- আপ করবেন না। এই ভাবে আপনি আগের মত আবারো হাসি খুশি থাকুন। তার সাথে কথা বলার চেয়াষ্ট করুন সে আবারো আপনার কাছে ফিরে আসবে।

নাম্বার-২ঃ বরিং না হয়ে সময় দিন।

হতে পারে সে অনলাইনে আছে। তার পরেও আপনাকে সাড়া দিচ্ছে না। মেসেজ পেয়েও কোন রিপ্লাই দিচ্ছে না। এ অবস্থায় তাকে সন্দেহ না করে। ভাবতেছেন যে অন্য কারো সাথে কথা বলছে আর আপনাকে সে ভুলে গেছে। আপনার কথা সে ভাবছেই না এমনটা একবারেই নয়। কত দিন সে আপনার ফোন কেটে দিবে। কত দিন আপনার মেসেজ পড়েও চুপ থাকবে সে যদি আপনাকে ভালোবাসে থাকে তাহলে অবশ্যি ২ থেকে ৩ দিনের মধ্যেই আপনার কাছে ফিরে আসবে। হতে পারে এর মাঝে অন্য কোন ছেলের সাথে কথা বলছে কিন্ত সেটা খুব বেশীদিন থাকবে না। আপনি যদি আগের মত নিয়মিত সময় দেন তাকে তাহলে সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য এবং আবারো সে আপনার সাথে আগের মতোই কথা বলবে। তাই বরিং না হয়ে তাকে নিয়মিত সময় দিতে হবে।
নাম্বার-৩ঃ  নিজের ভুল শিকার করুন।

হ্যা জানি যে আপনি কোন ভুল করেননি, সেই আপনাকে ভুল ভাবছে। অযথা একটা বিষয় নিয়ে আপনার সাথে ঝগড়াঝাটি করে কথা বিলা বন্ধ করে দিয়েছে। আর এই জন্য সে কথা  বলা বন্ধ করে দিয়েছে যে আপনি তার দাথে কথা একমত পোশন করেননা বা তার কথা মানেন না। এটাই তো তাইনা? মেয়েরা ছেলেদের মুখ থেকে বিনা দোষেয় সরি সব্দটা শুনতে শুধু ভালো নয় ভীষণ ভালোবাসে। তাই আপনাকে ভুল না করেও তার কাছে সরি বলতে হবে। সে রাগ হলে তাতক্ষনিক তার কথা মানতে হবে। তাহলেই দেখবেন সে আপনার সাথে কথা বলা কোন ভাবে বন্ধ করবে না। আপনাদের মাঝে ঝগড়া ঝাটিও হবে না। তবে হ্যা, সে যদি বলে আপনার আগেও একটা গার্লফ্রেন্ড ছিল সেটি আবার শিকার কইরেন না। তাহলে কিন্ত চিরদিনের জন্য কথা বলা অফ করে দিতে পারে। আর এই ভাবেই আপনি আপনার ভালোবাসাকে ফিরে পেতে পারেন।