Bangla Sad Sms - Bangla Koster sms

Bangla Sad Sms 2020 - Bangla Koster sms 2020, কষ্টের এসএমএস ২০২০

আমাদের ফ্রেন্ড দের ব্রেকাপ হওয়ার পর অনেক দিন পযন্ত মন খারাপ থাকে। আপনি চাইলে এই মটিবেশনাল এস এম এস গুলো আপনার ফ্রেন্ড কে পাঠিয়ে শান্তনা দিতে পারেন।

কষ্টের কথা
বার বার জীবন টা এলোমেলো হয়ে যাওয়ার পর এক সময় তুমি ঠিকি  টের পাবে তোমার আসলে কাউকে দরকার নেই। কাউকে না। নিজেকে গুছিয়ে নিতে শিখবে। মানুষ কে নিয়ে প্রচন্ড আশা করে সেখান থেকে পাওয়া হতাশা গুলো একদিন তোমাকে  একাই বাঁচতে শিখাবে। তুমি টের পাবে। তুমি আর আগের মতো নেই। সেই প্রচন্ড রকমের ইমোশনাল, অভিমানী। অল্পতে না পাওয়ার হতাশা দুঃখবিলাসী সেই মানুষটি  আর তোমার মাঝে বাস করে না। কষ্ট গুলো হতাশা গুলো তোমাকে বদলে দিবে। বোকাসোকা তুমি একদিন "ডেম কেয়ার" ধরনের স্মাট হয়ে যাবে। সেদিন তোমাকে প্রতিনিয়ত কষ্ট দেওয়া মানুষগুলো অবাক হয়ে যাবে। অনেকে ফিরে আসতে চাইবে তোমার এই গুছালো জীবনে। তুমি সেদিন মুচকি হেসে নিজের জীবনকে আরো সুন্দর ভাবে গুছাতে ব্যাস্ত হয়ে পড়বে। এই বাস্তবতা তোমার একার।  অন্য কাউকে এই বাস্তবতার ভাগ দেওয়া যাবে না।

কষ্টের এস এম এস
আমাকে একা ফেলে চলে যাবে? আচ্ছা যাও। আমার কাছ থেকে আজীবনের জন্য মুক্তি পেতে চাও ? ওকে তোমাকে আমি সেটাও দিলাম। কিন্ত তোমার কাছে আমার একটাই অনুরোধ। আমাকে ছেড়ে চলে যাওয়ার জন্য কোন অজুহাত দেখিয়ে যেও না।আমাকে আর তোমার ভালো লাগে না। সেটা একবার বলে গেলেই পারতে। শুধু শুধু এইসব হাস্যকর অজুহাত কেন দেখাও। তুমি আমার বদনাম করবে? করো তাতে একটুও কমতি রেখো না। আসলে সত্যিটা তুমিও জানো যে আমার ভালোবাসার কোন কমতি ছিলো না।  তোমার টাইমপাস করা লাগলে অনেক কিছু ছিলো। শুধু শুধু কেন আমাকে তোমার টাইমপাসের জন্য বেছে নিলে? আমি তো তোমার কোন ক্ষতি করিনি। তাহলে আমার সাথেই কেন তোমাকে এমন করতে হলো? সব শেষে একটা কথা বলতে চাই। কাউকে কষ্ট দিয়ে সুখে থাকবে। সেটা ভেবে থাকলে ভুল ভেবেছো। কারন কষ্ট নামক যন্ত্রণা তুমিও একটু হলেও পাবে। এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা। না এটা কোন অভিশাপ না। এটা স্রষ্টার বিচার।

ট্যাগঃ ভালোবাসার কথা, কষ্টের কথা, কষ্টের এস এম এস, ইমোশনাল কথা, ব্রেকাপ এস এম এস, কষ্টের ছন্দ, মনের কষ্ট, প্রেমের কষ্ট, ভালোবাসার কষ্ট, ভালোবাসার ধোকা।